ফের বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে বীজপুর। প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয় বোমাটি। স্থানীয়রা পরে খবর দেন বীজপুর থানায়। প্রশ্ন উঠেছে কে বা কারা ওই স্থানে বোমগুলি রেখে গিয়েছে ? খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। সূত্রে খবর ,হালিশহর চৌমাথার দোকানগুলির পিছন দিক থেকে উদ্ধার করা হয়েছে বোমগুলি। পরে পুলিশ এসে ড্রামটির থেকে কয়েকটি কৌটো উদ্ধার করে বলে জানা যায়। এরআগেও উত্তর ২৪ পরগনা জেলায় ভাটপাড়া এলাকায় কয়েকমাস আগেও বোমার হদিশ পাওয়া গেছে । পঞ্চায়েত ভোটার আগে এলাকায় বোমা উদ্ধার নিয়ে এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।