ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি বেড়েই চলেছে। যদিও আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে হাওয়া বদল এর বড় ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রবিবার শহরের আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়া স এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। তবে হালকা বৃষ্টিপাত হলেও ও স্বস্তি বাড়বে আপেক্ষিক আর্দ্রতা আধিক্য।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশকিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জেলাগুলি হল দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহতে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ তাপমাত্রা বদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হওয়া অফিস। (EVM News)



















