ইভিএম নিউজ ব্যুরো, ১৮ জুলাইঃ (Latest News) ফের সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে সোমবার কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরের দিকে জমিয়ে বৃষ্টি হলেও মেলেনি স্বস্তি। অব্যাহত অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গের আবহাওয়ায় কোন পরিবর্তন হবে তার পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, আগামী পাঁচ দিন গোটা রাজ্যেই সেভাবে প্রবলভাবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। বর্ষার বৃষ্টি ঠিক যেমন, তেমনটা না দেখা গেলেও গোটা রাজ্যজুড়েই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও।
বঙ্গোপসাগরে গত সপ্তাহের শেষে ঘনীভূত ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির দেখা পেলেও তা পর্যাপ্ত নয়।
দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। মঙ্গলবার কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি উত্তরবঙ্গে ধীরে ধীরে কমছে বৃষ্টি।মঙ্গলবার থেকে আগামী তিনদিনে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে উত্তরের জেলা গুলিতে। (EVM News)