লক্ষাধিক টাকা

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: আধার জালিয়াতি করে লক্ষাধিক টাকার প্রতারনা

আধার জাল করে টাকা প্রতারনা। এবার আধার জালিয়াতির মধ্যে দিয়ে ব্যাঙ্কে রাখা প্রায় ২৯ হাজার টাকা প্রতারনার শিকার বাগুইহাটির এক বাসিন্দা। ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যেই ইসলামপুর থেকে এই চক্রের অন্যতম দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপশি এরা ইসলামপুর ও ইসলামপুর লাগোয়া বিহারের আরারিয়া অঞ্চলে এই কাজ চালাত বলে জানা যায়। আধার কার্ড জালিয়াতির মধ্য দিয়ে, ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার অভিযোগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয় এই ২ ব্যাক্তি।

রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারি কেন?

ধৃত বয়স ২৩-এর মোক্তার আলম মূলত CSP (Communications Service Provider), জালিয়াতি করে আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে প্রতারনা করত বলে জানা যায়। ও ধৃত রওসান আলি, আঙুলের ছাপ তৈরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতো বলে অভিযোগ।

AEPS (Aadhaar Enabled Payment System) পদ্ধতি ব্যাবহার করে অভিযুক্ত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়েছে। আধার প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপশি এবার ভিন রাজ্যের যোগ রয়েছে বলে পুলিশের অনুমান। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর