ইভিএম নিউজ ব্যুরো, ৩ মার্চঃ দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় দশবছর। একসময়ের ঝাঁ চকচকে চেহারাটা, এখন বয়স আর নানা শারীরিক অসুস্থতায় কার্যত মলিন। সেইসঙ্গে চিট ফান্ডের কয়েকহাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে জেলবন্দী দশা, আপাদমস্তক শরীরে এনে দিয়েছে, একটা ভেঙেপড়া ভাব। দীর্ঘ অবকাশের মাঝে মাঝে আদালতে যাওয়ার পথে ক্যামেরায় ধরা পড়েন তিনি সারদাকর্তা সুদীপ্ত সেন। সাংবাদিকদের কোনও কথার কোনও জবাব দেন না। পুলিশে ঘেরাটোপের মাঝে মাথা নীচু করে আদালতে প্রবেশ প্রস্থান, যেন অভ্যেস করে ফেলেছেন সুদীপ্ত। এহেন মানুষটি ফের সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন বৃহস্পতিবার দুপুরে। সারদা চিটফান্ডকাণ্ডে ভক্তিনগর আর জলপাইগুড়ি কোতোয়ালি থানার দায়ের করা চারটি মামলার শুনানিতে, এদিন জলপাইগুড়ি জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন সুদীপ্ত সেন। শুনানির আগে রীতি মাফিক কোর্ট হাজতে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটলো সেই কোড লকআপ থেকে বের করার সময়। আচমকাই পা পিছলে পড়ে গেলেন, একসময়ের এই দোর্দণ্ডপ্রতাপ অর্থলগ্নি সংস্থার কর্ণধার।
এদিন ভক্তিনগর থানার তিনটি এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার একটি মামলায়, সারদাকর্তা সুদীপ্ত সেনকে আদালতে হাজির করা হয়েছিল। এরমধ্যে জলপাইগুড়ি কোতোয়ালি থানার একটি এবং ভক্তিনগর থানার দুটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত। ভক্তিনগর থানার দায়ের করা অন্য একটি মামলা, এদিন জলপাইগুড়ি জেলা আদালত থেকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে স্থানান্তরিত হয়।



















