ইভিএম নিউজ ব্যুরোঃ অনায়াসে খেলে যেতে পারতেন আরও একটি বিশ্বকাপ। বৃহস্পতিবার ইন্স্টাগ্রামের পোস্ট দেখে হতবাক গোটা বিশ্ব। মাত্র ২৯ বছর বয়সেই ফুটবল কে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানে। ২০১৮ এর রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন এই ফরাসি ডিফেন্ডার। মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সের জাতীয় দলে অভিষেক ঘটে ভারানের। এরপর থেকেই নিজেকে লব্ধপ্রতিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবল মানচিত্রে তুলেধরেছেন তিনি । জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশনস কাপ এবং বিশ্ব কাপ। দেশের জার্সি গায়ে মোট ৯৩ টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫ টি গোলও। ক্লাব ফুটবলেও তাঁর অসামান্য রেকর্ড রয়েছে।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পরই ফ্রান্স অধিনায়ক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। এরপরই ফ্রান্সের পরবর্তী অধিনায়ক হিসেবে নাম ভেসে আসছিলো ভারানের। কিন্তু তার আগেই জাতীয় দল থেকে তাঁর অবসর অবাক করেছে গোটা ফুটবলবিশ্বকে। জাতীয় দলকে বিদায় জানিয়ে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন , “আমদের সুন্দর দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারা ছিল আমার জীবনের সবছেয়ে বড় সম্মানের। প্রতিবার যখন আমি বিশেষ নীল জার্সিটি পরেছি, সবসমই গর্বিত বোধ করেছি, নিজের সর্বোচ্চটা দেওয়ার, হৃদয় থেকে খেলার এবং মাঠে নামলেই জয়ের তাড়না বোধ করেছি।” উল্লেখ্য , কাতার বিশ্বকাপের ফাইনালই ছিল দেশের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ।




















