রাহুল কর্মকার, বাঁকুড়া: ভোটের জন্য মৌখিক প্রতিশ্রুতির জাগলারিতে কি ভরসা করতে রাজি নন প্রান্তিক মানুষ। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বীরসিংহ পুর গ্রামের একটি ঘটনায় এবার সেই প্রশ্নই উঠে গেল। ভোটের আগেই গ্রামের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটানো না হলে, পঞ্চায়েত ভোট বয়কট করা হবে বলে চরম হুঁশিয়ারি দিলেন এখানকার রুইদাসপাড়ার একদল বাসিন্দা। তাঁদের অভিযোগ, এখানকার বেশকয়েকটি পানীয়জলের নলকূপে দীর্ঘ কয়েকমাস ধরে তাতে জল নেই। গোদের উপর বিষফোঁড়ার মতো, গ্রামের মধ্যে থাকা পঞ্চায়েতের একমাত্র নলকূপটিও নষ্ট হয়ে পড়ে আছে। এনিয়ে বারবার স্থানীয় গ্রামপঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও, কোনও সুরাহা মেলেনি বলে গ্রামবাসীদের দাবি।
পঞ্চায়েত নির্বাচনের আগে, রাজ্যের শাসকদল তথা সরকারের তরফে, মানুষের নানা উন্নয়নের প্রকল্প নিয়ে, দিদির দূতরা যখন জেলায় জেলায় ঘুরছেন, তখন এমন একটা স্পর্শকাতর সামাজিক সমস্যা সামনে আসায়, স্বাভাবিকভাবেই বিষয়টিতে রাজনীতির রং লেগেছে। বিজেপির সিমলাপাল মন্ডলের সম্পাদক সৌভিক পাত্রের কটাক্ষ, যে দলের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও রাখেন না, সেই দল বা তার হাতে থাকা সরকার বা প্রশাসনের পক্ষে তো এটাই স্বাভাবিক! তাঁর আরও দাবি, শুধু বীরসিংহপুর নয়, সিমলাপাল ব্লকের আরও অনেক গ্রামেই, এই ধরনের জলসংকট দীর্ঘদিন ধরে চলছে।
এখানেই শেষ নয়। জলসঙ্কটে দীর্ঘদিন জেরবার হয়ে থাকার পর, তাই স্বাভাবিকভাবেই এদিন গ্রামবাসীদের মুখে শোনা গেল চরম হুঁশিয়ারি। অবিলম্বে এই জলসঙ্কটের সমাধান করতে হবে। নাহলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কট করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন গ্রামবাসীরা।
সবমিলিয়ে, শাসকদলের ভোটমুখী প্রতিশ্রুতিতে রাজ্যের প্রান্তিক গ্রামবাসীরা যে আর ভুলে থাকতে রাজি নন, বাঁকুড়ার এই ঘটনায়, যেন তারই ইঙ্গিত পাওয়া গেল।

 
				
 
								 
								 
								 
								

















