অরুপ পাল,কলকাতাঃ আই এস এল টুর্নামেন্টে বেঙ্গালুরু এফ সি র কাছে প্রথম হার এটিকে মোহনবাগানের। এর আগে পাঁচ বার পরস্পরের মুখোমুখি হয়েছিল তাঁরা । চার বার এটিকে মোহনবাগান জয় পেয়েছিল। বাকি এক ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিত অবস্থায় অর্থাৎ ড্র। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফ সি দুই এক গোলে এটিকে মোহনবাগান কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল। ম্যাচের শুরু থেকেই দুই দল নিজেদের রক্ষন ভাগকে জমাট করে আক্রমনে উঠছিল। ফলে ম্যাচে কোনো দলই সেরকম সুযোগ সৃষ্টি করতে পারে নি। প্রথমার্ধে একবার গোল করার সুযোগ পেয়েছিল সবুজ মেরুন শিবির। আশিষ রাই এর নিশ্চিত গোল বাঁচান বেঙ্গালুরু এফ সি র গোলরক্ষক গুরপ্রিত সিং। বেঙ্গালুরু কে গোল করে এগিয়ে দেন হাবি হার্নান্দেজ। ম্যাচের বয়স তখন আটাত্তর মিনিট। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় গোল টি করেন রয় কৃষ্ণা। এরপর মোহনবাগানের হয়ে গোল করে ব্যবধান কমান দিমিত্রি প্রেতোস। ষোলো ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান চতুর্থ স্থানে রয়েছে।




















