ইভিএম নিউজ ব্যুরো, ১৩ জুলাইঃ (Latest News) কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়লো ইস্টবেঙ্গল সিনিয়র দল। আর প্রথম দিনের অনুশীলনেই দলকে চাঙ্গা করতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুদা। দলের নতুনদের উজ্জীবিত করার জন্য ক্লাবের ইতিহাস সম্বন্ধে অবগত করার পাশাপাশি চলল মশকরাও। এদিন নিশু কুমারের হেয়ার স্টাইল নিয়েও হাসির মেজাতে দেখা গেল ক্লাব কর্তাকে।

দলের বেশিরভাগ খেলোয়াড় নতুন হলেও ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য কারোরই অজানা নয়। সেই ইতিহাসকে মাথায় রেখেই এবারের মরশুমে ভালো ফল করার দিকে ঝাঁপাতে মরিয়া গোটা ইস্টবেঙ্গল দল।

প্রায় সাত বছর পরে দলে প্রত্যাবর্তন হয়েছে ইন্ডিয়ান সুপার স্টার হরমোন যৎ সিং খাবরার। দলের কাছে তা বাড়তি মোটিভেশন এতো বটেই। এছাড়াও অনুশীলনে সৌভিক, সোহেলরা তো ছিলেনই। সব মিলে প্রি সিজন ক্যাম্পে বেশ চনমনে লাগছে এই লাল হলুদ সিবিরকে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর