ইভিএম নিউজ ব্যুরো,১১ ফেব্রুয়ারিঃ বর্তমানে আকছার বিরল রোগের খবর সামনে আসে। এবার আরও এক বিরল রোগের সন্ধান দিলেন চিকিৎসকরা। ২৩ বছর যুবতীর স্তনের ওজন নাকি ১১ কেজি।যা স্বাভাবিকের দ্বিগুণ। চিকিৎসকরা জানান বিরল রোগে আক্রান্ত ওই যুবতী। বিরল এই রোগের নাম বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়া। কী এই রোগ? চিকিৎসকরা বলেন, এই বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়ার জন্য গর্ভাবস্থায় অস্বাভাবিক হারে স্তনের টিস্যুর বৃদ্ধি হয়।যে কারণে, স্তনের আকার এবং ওজন অনেক বেশী বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে হাঁটু পর্যন্তও পৌঁছে যেতে পারে স্তন।

এই যুবতীর ক্ষেত্রে এমনটাই ঘটে। অন্তঃসত্তা অবস্থায় তাঁর স্তনের আকার বৃদ্ধি পেতে পেতে হাঁটুর কাছে পৌঁছে গিয়েছিল।এর ফলে স্তনের বোঝা আর তাঁর যন্ত্রণায় কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতেন না তিনি। পুরো ৭ মাস ধরে এই যন্ত্রণা সহ্য করেন। অবশেষে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১০ ঘণ্টার অস্ত্রপাচারে মাসটেকটমি ও ফ্রি নিপল গ্রাফটিংয়ের সাহায্যে ১১ কেজির ওই স্তনের বোঝা থেকে নিস্তার পায় ওই ২৩ বছরের যুবতী। এই পদ্ধতিকে চিকিৎসকরা ব্রেস্ট রিডাকশন সার্জারি বলে।

ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ওই যুবতীর। চিকিৎসকরা বলেন,  মধ্য প্রাচ্যের ২৩ বছরের ওই যুবতীর মোট তিনবার গর্ভপাত করাতে হয় এই রোগের কারণে। ওই যুবতী এবং পরিবারের আশা এইবার অন্তত স্বাভাবিক জীবনে তিনি ফিরতে পারবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর