বেশ কয়েকটি ভারতীয় ছবির সঙ্গে অস্কার পুরস্কারের প্রথম নির্বাচনী তালিকায় জায়গা করে নিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ৷ মঙ্গলবার নিজেই টুইট করে আকাডেমির প্রাথমিক তালিকায় জায়গা করে নেওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিবেক অগ্নিহোত্রী নিজেই ৷
বিবেক অগ্নিহোত্রী এই ছবিকে ‘প্রোপাগন্ডা’ হিসেবে উপস্থাপন করেছেন বলে মত ছিল সিনে সমালোচকদের ৷ এই ছবিতে সত্যকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । তবুও এই হাজার সমালোচনার মধ্যেও সিনেমা হলে সাফল্য পেয়েছিল অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার অভিনীত এই মুভি ।
প্রসঙ্গত , 301টি ছবির যে তালিকা প্রকাশ করা হয়েছে আকাডেমির তরফে তাতে রয়েছে ‘আরআরআর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘কান্তারা’ ছবিটিও ৷ এছাড়া রয়েছে ভারতের অফিসিয়াল এন্ট্রি অর্থাৎ প্যান নলিনের ছবি ‘ দ্য চেলো শো’, ‘তুঝা সাথী কহি হ্যায়’, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এবং দক্ষিণী ছবি ‘বিক্রান্ত রোনা’।