ইভিএম নিউজ ব্যুরো, ২০ শে ফেব্রুয়ারিঃ শনিবার বহু বিতর্কের মাঝেই নিউটাউনের ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হল আরিজিৎ সিংয়ের কনসার্ট। গোটা নিউটাউন ঘিরে শুধুই তখন আনুরাগিদের ব্যস্ততা আর উন্মাদনা। টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। আর হবে নাই বা কেন যেখানে মঞ্চ মাতাবেন তাঁদের প্রিয় গায়ক।
বাড়তি উন্মাদনা তৈরি হল যখন দর্শকাসনে থাকা রুপম ইসলামকে উদ্দেশ্যে করে অরিজিৎ চেঁচিয়ে বলেন, “ রুপম ইসলাম ইজ হিয়ার…”। একসঙ্গে গানও গাইলেন দুজনে,
‘ আরো একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…’।
শেষমেশ বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় রুপমকে দর্শক আসনের সামনে থেকে মূল মঞ্চের সামনে নিয়ে যায় অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
গোটা অডিটোরিয়াম জুড়ে তখন শুধুই চিৎকার আর সুরেলা বৃষ্টি। এমনকি গানের সুরে গলা মেলাতে শোনা গেলো দর্শকদেরও।গোটা অডিটোরিয়ামে তখন তৈরি হয়েছে রোমাঞ্চকর পরিবেশ।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ওঠা গেরুয়া বিতর্কেরও কড়া জবাব দেন অরিজিৎ।উল্লেখযোগ্য ভাবে এই দিনও তাঁর মাথায় দেখা যায় একটি গেরুয়া পাগড়ি। আর এই গেরুয়া পাগড়ি পরেই স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে তাঁর জবাব, “গেরুয়া তো সন্ন্যাসীদের রঙ, স্বামীজির রঙ।” পাশাপাশি রুপম ইসলাম কে নিজের রকস্টার বলে অবিহিত করেন সদা বিনয়ী গায়ক। অন্যদিকে রুপম জানান, সারা দেশের মতন তিনিও অরিজিতের ভক্ত।তাঁর বাড়িতে অরিজিতের গান প্রায়শই বাজে।
শুধু রুপম ইসলামই নন, শনিবার অরিজিতের কনসার্টে দেখা গিয়েছে অনেক টলি তারকাদেরও। ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও।গেরুয়া বিতর্কের পরেও সকলের সামনে চেনা ছন্দেই দেখা গেলো গোটা ভারতের হার্টথ্রব অরিজিৎ সিংকে।