ইভিএম নিউজ ব্যুরো,১০ ফ্রেব্রুয়ারিঃ ভারতের অন্যতম গুপ্তচর রবীন্দ্র কৌশিককে কথা  অনেকেই জেনেন। এবার তাঁরই চরিত্র  বড়পর্দায় ধরা দেবেন পরিচালক অনুরাগ বসু। এবার তাঁকে নিয়ে বায়োপিক বানাবেন বিখ্যাত পরিচালক অনুরাগ বসু। ছবির নাম ‘দ্য ব্ল্যাক টাইগার’। ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ,’বরফি’,’লুড্ডু’ এর পর এবার একেবারে অন্য স্বাদের ছবি বানাতে চলেছেন পরিচালক।

১৯৫২ সালে রাজাস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম গ্রহণ করেন রবীন্দ্র কৌশিক । কিশোর জীবনে থিয়েটার কর্মী হিসেবে লক্ষ্নৌতে জনপ্রিয় ছিলেন একসময় । ২৩ বছর বয়সে তিনি পাকিস্তানে গুপ্তচরবৃত্তির কাজে মিশনে যান। পরে তাঁকে  পাকিস্তানে একটি মিশনে পাঠানো হয় তাঁকে। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর নাম দিয়েছিলেন ‘দ্য ব্ল্যাক টাইগার’।

ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। একটি সাংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে, ছবির পরিচালক অনুরাগ বসু বলেন, এইরকম ব্যক্তিতের কাহিনি সকলের সামনে আসা উচিত।এর ইতিহাসেই গল্পের খনি লোকানো রয়েছে। তবে ,প্রধান চরিত্রে কে থাকবেন  তা এখনও পর্যন্ত জানা যাচ্ছেনা।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর