ইভিএম নিউজ ব্যুরো,২২ এপ্রিলঃ বৈশাখ মাসের শুক্লপক্ষ তিথি অর্থাৎ আজ সমস্ত জায়গায় পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটিতে অর্থাৎ আজ রয়েছে ৬ টি শুভ যোগ।
জেনে নেওয়া যাক কখন কোন সময় রয়েছে আজ এই শুভ দিনে
এদিন সকাল ৯ টা ২৬ মিনিট পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ, যা থাকবে সারা রাত পর্যন্ত। তৃতীয়া তিথি ২২ এপ্রিল সকাল ৭ টা ৪৯ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে ২৩ এপ্রিল সকাল ০৭টা ৪৭ মিনিট মিনিটে।কিছু কিছু জায়গায় অক্ষয় তৃতীয়াকে আখা তিজও বলে হয়ে থাকে।
বলা হয়, এই দিনটি হল সম্পদের দেবী লক্ষ্মীর দিন। এই দিনটিতে প্রতেক্যের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে কোনও নতুন কাজ শুরু করলে সকলের শুভ হবেই। এই দিন মেষ রাশিতে দেব গুরু বৃহস্পতির প্রবেশের কারণে গুরু চন্ডাল যোগ তৈরি হবে। গুরু বৃহস্পতির অধিষ্ঠানের কারণে হয় অক্ষয় তৃতীয়া।অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় সকাল ০৭ টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত হবে। পুজোর মোট সময়কাল হবে ৪ ঘণ্টা ৩১ মিনিট।
তবে সোনা কেনার শুভ সময় হল ২২ এপ্রিল ২০২৩ সকাল ০৭টা ৪৯ মিনিট থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল সকাল ০৫টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। সোনা কেনার মোট সময়কাল হবে ২১ ঘন্টা ৫৯ মিনিট পর্যন্ত। বলা হয় এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘর সুখ- সমৃদ্ধিতে ভরে উঠে। সকলের মঙ্গল হয়। এছাড়াও এই দিনে কাউকে কিছু দান করলে বিশেষ ফল পাওয়া যায়। (EVM News)