বিনোদন জগতে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত হলেন দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী তেলুগু চিত্রপরিচালক কালাতাপাসভি কে বিশ্বনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্য জনিত একাধিক রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এই প্রতিভাধার চিত্রপরিচালক। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মধ্যরাতে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন, দক্ষিণী সিনেমার এই অন্যতম জনপ্রিয় নির্মাতা নির্দেশক।
১৯৩০ সালে অন্ধ্রপ্রদেশে তাঁর জন্ম। তেলুগু সিনেমার পাশাপাশি, তামিল ও হিন্দি ছবিতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছিল। ২০১৬ সালে ভারতীয় ছবিতে কালাতাপাসভি বিশ্বনাথের উল্লেখযোগ্য ভূমিকা পালনে তাঁর ঝুলিতে এসেছিল ৪৮ তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দাদাসাহেব ফালকে জয়ী পরিচালকের প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন।
এরপর শঙ্করাবাহারমন, সাগরা সংগমম, স্বাতী মুতইয়ম, সপ্তপদী, কামচোর, সংযোগ আর জগ উঠা ইনসানের মতো পুরস্কারজয়ী সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন কালাতাপাসভি।
দাদাসাহেব ফালকে ছাড়াও ১৯৯২-তে পদ্মশ্রী পুরস্কারেও পুরস্কৃত হন তিনি। এছাড়াও দীর্ঘ দিনের কেরিয়ারে পাঁচটি জাতীয় পুরস্কার, ২০ টি নান্দি অ্যাওয়ার্ড, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ ১০ টি ফিল্মফেয়ার পুরস্কার। ১৯৬৫ সাল থেকে ৫০ টি মতো ছবি তৈরি করেছেন প্রয়াত পরিচালক কালাতাপাসভি বিশ্বনাথ।