Andreas Brehme passed away

ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি:  সতীর্থদের কাছে তিনি ছিলেন আদরের অ্যান্ডি। ছিলেন অসাধারন মিড ফিল্ডার। তবে, যেকোনও পজিশনে সেই আন্দ্রে ব্রেহমে র পারফর্মেন্স ছিল অনবদ্য যার জেরেই ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রেহমের জার্মানি। সেদিন ফাইনালে মাঠ ছেড়েছিল জার্মান দোল মাথা নিচু করে। সারা মাঠ উত্তাল হয়ে উঠেছিল মারাদোনার কারিশ্মায়। কিন্তু, পরের বিশ্বকাপ ফুটবল ১৯৯০ সালে সেই মারাদোনার নেতৃত্বাধীন মাঠ জুড়ে যাদু দেখিয়েছিল আর্জেন্টিনা।  কিন্তু, গোল শুন্য ভাবে ম্যেচের শেষের দিকে পেনাল্টি পেয়ে যায় জার্মান। এমন কিছু বেশি গোলও করেননি ব্রেহমে। বিশ্বকাপে মোট তার গোল সংখ্যা ৮। কিন্তু সেদিন অ্যান্ডির সতীর্থ রুডিফোলার-সহ সকলে ব্রেহমের ওপর ভরসা রেখেছিল। আর্জেন্টিনার গোল রক্ষক গোয়েকোচিয়া সমগ্র বিশ্বকাপ জুড়েী ছিল অপ্রতিরোধ্য, চীনের প্রাচীরের মতো। কিন্তু ৯০-এর বিশ্বকাপে একটি সুযোগ পেয়ে পেনাল্টি থেকে নিখুদ শটে পরাস্ত করেছিলেন গোয়েকোচিয়াকে। ব্রেহমের সেই শট বাঁচাতে সেরখিও, গোয়েকোচিয়া সর্ব শক্তি দিয়ে ঝাপিয়েও বলের নাগাল পাননি।  আর তার ফেলই বিশ্বকাপ হাতে আন্দ্রেরা মাঠ প্রদক্ষিণ করেছিল। সেদিন অনেকেই ভেবে ছিলেন ৮৬ -এর পর আবার কাপ উঠবে মারাদোনার হাতেই। কিন্তু, ওই যে বলা হয় ম্যান প্রপোসেস বাট গড ডিস – প্রপোসেস। এতো শেষের দিকে গোল খেয়েছিল আর্জেন্টিনা যে মারাদোনার আর সময় ছিলনা শোধ করার। খেলা শেষে ফুটবল সম্রাট মাঠেই কেঁদেছিলেন বাচ্ছা ছেলার মতো।

Andreas Brehme passed away

 বান্ধবীর আত্মহত্যায় বিপদ বারল IPL-এর তারকা ক্রিকেটার অভিষেকের!

Advertisement of Hill 2 Ocean

সেই ব্রেহমে চলে গেলেন মাত্র ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে। তার সঙ্গিনী সুজান শ্যফার সেই খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। সবাই এখনও মনে রেখেছে বিশ্বকাপে ব্রেহমের অক্লান্ত পরিশ্রম আর মাঠ জুড়ে খেলার ছবিটা। সেদিন জার্মানি বুঝিয়ে দিয়েছিল হারার আগে হারতে শেখেনি জার্মানি। আর্জেন্টিনার অসাধারণ স্কিলফুল ফুটবলের কাছে জারমানির ওয়ানটাচ ফুটবল সেদিন দর্শকের মনে দাগ না কাটলেও কাপ ছিনিয়ে নিয়েছিল ব্রেহমের দল। বিশ্বকাপে তার সতীর্থ রুডি ফোলার, লোথার মাথেউস, য়ুরগেন  ক্লিন্সম্যান সকলে ডাকতো  ব্রেহমেকে অ্যান্ডি বলে। বলতো ও আমাদের হিরো। সকলের সঙ্গে অ্যান্ডির ছিল বন্ধুত্ব। সামান্য কিছু দিন তিনি কোচ হিসাবে কাজ করলেও তেমন সময় দিতে পারেনি। মঙ্গলবার হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হৃদরোগের শিকার হন। সময় পাননি চিকিৎসার। জার্মানির কিংবদন্তী ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কাছে তিনি ছিলেন অতিপ্রিয়। তাই জার্মান জুড়ে এখন শোকের ছায়া। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর