ইভিএম নিউজ ব্যুরোঃ দিল্লিতে পাশবিকতার শিকার ৩ বছরের শিশুকন্যা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ফতেপুর বেরীতে । শিশুটির মা জানিয়েছেন , সকালে বাড়ির সামনে বসে খেলছিল তাঁর শিশুকন্যাটি। কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে । খোঁজাখুঁজি শুরু করলে এক প্রতিবেশী জানান , শিশুটিকে জঙ্গলের সামনে দুই ব্যাক্তির সঙ্গে যেতে দেখেছেন তিনি । তারপর সকলে মিলে জঙ্গলের থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে। তড়িঘড়ি তাঁকে এইম্‌সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, সকালে কাজ থেকে ফেরার পথে মদ্যপান করে দুই যুবক। মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ওই শিশুটিকে দেখতে পান । নিড়িবিলি জায়গায় লোকজন না দেখতে পেয়ে তারা শিশুটিকে জঙ্গলে নিয়ে চলে যায় ।সেখানেই শিশুটিকে ধর্ষণ করেন তারা । শিশুটির যৌনাঙ্গ থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে বলেও জানা গিয়েছে । পুলিশ সুত্রে খবর , ধৃত দুজনেই বিবাহিত এবং একটি আবর্জনা পুনর্নবিকরণের সংস্থায় হেল্পার হিসাবে কাজ করতেন। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। খোদ রাজধানীর বুকে এই ধরনের পাশবিক ঘটনা যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে দিল্লিবাসীর মনে ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর