ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: ১৯ ঘণ্টায় ৭১ লক্ষ টাকা উদ্ধার
১৯ ঘণ্টা ধরে চলছে আয়কর হানা। আর তাতেই মিলল ‘গুপ্তধন’!
তল্লাশি অভিযানে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়কের বাড়ি থেকে প্রায় ৭১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি কিছু পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার। বুধবার সকাল থেকে বিধায়কের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের অফিসাররা। প্রায় মাঝরাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান। তাতেই বেড়িয়ে আসে লক্ষ লক্ষ টাকা।
সাগরদিঘির বিধায়কের শুধু বাড়িতেই নয়, আরও বেশ কিছু জায়গায় এদিন সকাল থেকে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। ধূলিয়ানের অপর একটি বাড়ি ও চা কোম্পানিতে হানা দেয় আয়কর অফিসাররা। ডাকবাংলোর বাড়িতেও আয়কর অফিসারদের টিম পৌঁছয়। ডাকবাংলোর বাড়ির পাশাপাশি বিধায়কের সঙ্গে সম্পর্কিত একটি হাসপাতাল ও একটি স্কুলেও চলে আয়কর অভিযান।
গতকাল সকাল থেকে বিধায়কের বাড়িতে চলে অভিযান। সন্ধের দিকে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, প্রায় ১০ লাখ টাকা পাওয়া গিয়েছে তাঁর বাড়িতে। আর তার কিছু সময় পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এখন সুস্থ আছেন বায়রন বিশ্বাস। কোথাও বলছেন সকলের সঙ্গে।
যদিও আয়কর হানা ও টাকা উদ্ধারের গোটা বিষয়টিকেই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন বায়রন বিশ্বাসের বাবা। ইভিএম নিউজ