ইভিএম নিউজ ব্যুরো, ২৬ এপ্রিলঃ ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও আতঙ্ক পিছু ছাড়ছে না উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহরবাসীর মধ্যে। চাপা সেই আতঙ্ককে দূর করতে পুলিশ এবার এগিয়ে এলো। শহরের বিভিন্ন জায়গায় জেলা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ ও কমব্যাট ফোর্স দ্বারা রুট মার্চ শুরু হয়েছে।
মঙ্গলবার রাজবংশী তপশিলী ও আদিবাসী সম্প্রদায়ের ডাকা কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো খন্ডযুদ্ধ হয়। একদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইঁট বৃষ্টি, অপরদিকে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস, জল কামান চালানো হলেও পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে না পারায় থানার ভিতরে গিয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে পুলিশ কর্মীদের কমপক্ষে দশ থেকে পনেরো জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক। এদিকে এই ঘটনার জেরে পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করেছে। তাদের এদিন রায়গঞ্জ জেলা আদালতে নিয়ে আসা হয়। এদিকে ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও কালিয়াগঞ্জ থানা এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষদের দাবি, এইরকম ঘটনা বিগত দিনে কোনদিনও তারা দেখেননি। এদিকে পরিস্থিতি যাতে আর নতুন করে কোন অন্যদিকে না মাত্র নেয় তার জন্য পুলিশের পক্ষ থেকে শহরের চারটি ওয়ার্ডে দুদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সূত্রে খবর। (EVM News)আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন