ওভার

ব্যুরো নিউজ, ৫ জানুয়ারি: ১০৭ ওভার ও দেড় দিনে টেস্ট জয় ভারতের 

মাত্র ১০৭ ওভারে টেস্ট শেষ হলো দ্বিতীয় টেস্ট। দঃ আফ্রিকার কেপটাউনে দ্বিতীয় টেস্ট জিতে একই সঙ্গে নজির সৃষ্টি করলো ভারতীয় ক্রিকেট দল। ফলে দঃ আফ্রিকায় এবার ড্র করে ফিরছে ভারত। প্রথম টেস্টে ভারত হেরেছিল মাত্র ৩ দিনে। আর দ্বিতীয় টেস্টে ভারত দঃ আফ্রিকাকে পর্যুদস্ত করে পাল্টা প্রতিশোধ নিলো ভারত। দেড় দিনে ৪ টি ইনিংস শেষ করে নয়া রেকর্ড গড়ল ২ দল। আর এর ফলে পীচ তৈরির বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারত।

খেলো ইন্ডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী: উদয়নিধি

অতীতে ভারতের আমেদাবাদে ইংল্যান্ড হেরেছিল ৩ দিনে। তাতেই সমালোচনার ঝড় উঠেছিলো। কিন্তু বিদেশের মাটিতেও ২ বার ৩ দিনের মধ্যেও শেষ হয়েছে বহু টেস্ট। ভারতের ক্যাপ্টেন রোহিত শরমা অবশ্য জানিয়ে দিয়েছেন, এধরনের পীচে তাঁরা খেলতে অভ্যাস্ত। ভারতের জয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার ও  বিরেন্দ্র সহবাগ। তাঁরা বুমরাহ ও সিরাজের বোলিঙে মুগ্ধ।

দঃ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে মুড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত করে ১৫৩ রান। তৃতীয় ইনিংসে দঃ আফ্রিকা ১৭৬ রান করলে ভারতের দরকার ছিল ৭৮ রান। চতুর্থ ইনিংসে মাত্র ৮০ রান করে জয় ছিনিয়ে নেয় ভারত। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর