ইভিএম নিউজ ব্যুরোঃ রবিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছিল খাওয়াদাওয়া। তড়িঘড়ি ঢেকে আনা হয়েছিল ডাক্তার। শুরু হয়েছিল পরীক্ষানিরীক্ষা। সোমবার সেই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেল, শরীরে মারণ হেপাটাইটিস রোগ ধরা পড়েছে। একসপ্তাহ পরে ফের আরেক সোমবার মৃত্যুর কোলে ঘরে পড়ল, দিল্লির চিড়িয়াখানার বাসিন্দা ১৭ বছরের সাদা বাঘিনী ‘বীণা রানি’। প্রাণিবিজ্ঞানী তথা চিকিৎসকদের মতে একটি সাদা বাঘের আয়ু মোটামুটি ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে দিল্লি চিড়িয়াখানার এই সাদা বাঘিনী যে তার স্বাভাবিক আয়ুর পুরোটাই কাটিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। তবে চিড়িয়াখানা পরিবারের দীর্ঘদিনের এই সদস্যের মৃত্যুতে বেশ শোকাচ্ছন্ন লাগছে কর্তৃপক্ষকে। ‘বীণা রানি’-র মৃত্যুর পর আপাতত দিল্লির ঐ চিড়িয়াখানায় সাদা বাঘিনীর সংখ্যা কমে হল ৩ টি।
