হুগলীতে

ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি: হুগলীতে অযোধ্যার ছোঁয়া | রাম মন্দিরে পুজো উপলক্ষে তৈরি ৫১ হাজার লাড্ডু 

২২ শে জানুয়ারি অর্থাৎ আজকের পবিত্র সময়ে রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো উপলক্ষে হুগলির বাঁশবেড়িয়ায় তৈরি হচ্ছে ৫১ হাজার লাড্ডু।

রাম মন্দির উদ্বোধনের দিন কেমন থাকবে আপনার রাশিফল? জেনে নিন

বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারে রয়েছে একটি হনুমান মন্দির। সেই মন্দিরে শিব ও রাধাকৃষ্ণের পাশাপাশি রয়েছেন রাম-সীতা। কলবাজার মন্দির প্রাঙ্গণেও হবে পুজোপাঠ, আরতি, হোম যজ্ঞ।

রবিবার সকালে বাঁশবেড়িয়া কলবাজার সেই মন্দিরের এক পুরোহিত জানালেন, পুজো শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে লাড্ডু। দেড় হাজার কেজি বোঁদে দিয়ে তৈরি হচ্ছে লাড্ডু। মন্দিরের এক সেবাইত রোহিত নারায়ণ পান্ডে জানান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেই বাঁশবেড়িয়া রাম মন্দিরে পুজো শুরু হবে। এরপর ভক্তদের মধ্যে ওই ৫১ হাজার লাড্ডু বিলি করা হবে। তিনি আরও জানান, এই লাড্ডু তৈরি করছেন এলাকার মহিলারা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর