সংকল্প দে, ১৪ জুনঃ (Latest News) রাতারাতি এক কোটি টাকার মালিক হয়ে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপূর গ্রাম পঞ্চায়েতের বছর ২৫শের যুবক সঞ্জয় হরিজন।

গত ৯ই জুন হরিরামপুর বাজার থেকে ৩০ টাকার বিনিময়ে লটারি কেটেছিলেন সঞ্জয়। সেই টিকিটে এক কোটি টাকার পুরস্কার ওঠে।তার পরেই ওই যুবক ভয়ে আত্মগোপন করেন। মঙ্গলবার ওই টিকিট নিয়ে সোজা হরিরামপুর থানায় উপস্থিত হন।

বছর ২৫শের সঞ্জয় হরিজন এর বাড়িতে রয়েছেন বাবা,মা, দুই ভাই ও দুই বোন। সঞ্জয় হরিরামপুরেরই এক কাপড়ের দোকানে কাজ করেন। এদিকে খবর শুনেই খুশিতে আত্মহারা পরিবারের লোকজন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর