শ্রাবণী দাসগুপ্ত, ১৯ এপ্রিলঃ (Latest News)স্মরনে মৃণাল। চলচিত্র কিংবদন্তি মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘নিউটাউন কালচারাল ডায়ালগ’-এর উদ্যোগে আগামী ১৪ ই মে সন্ধ্যায় সরলা রায় মেমোরিয়াল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ স্মরণ সভা। বছরভর বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবনভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে মৃণালের অবিস্মরণীয় সৃষ্টিকে।

মৃণাল সেনকে নিয়ে বলবেন সমাজের বিভিন্ন বিশিষ্টজনেরা এবং যারা মৃণালকে খুব কাছ থেকে দেখেছেন। আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশের বিকল্পধারার চলচিত্রের অন্যতম অগ্রনী ব্যক্তিত্ব তানভীর মকাম্মেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের সহকারী এবং নায়িকা সুহাসিনী মুলে, পথিক ভাট, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সহ  সাংস্কৃতিক জগতের বিভিন্ন গুণীজনেরা।

অনুষ্ঠানে প্রদর্শিত হবে একটি তথ্যচিত্র এবং মৃণাল সেনের কর্মজীবন নিয়ে একটি চিত্র-প্রদর্শনীও। প্রকাশিত হবে ভারতীয় এই কিংবদন্তির স্মারকগ্রন্থও। তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হবে সমাজের বঞ্চিত মানুষদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই এবং করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের দীর্ঘ পথ হাঁটার যন্ত্রণাকে। অনুষ্ঠান শেষে থাকবে মৃণালের ছবির অনুষঙ্গে তৈরি দেবজ্যোতি মিশ্রের একটি সুমধুর সঙ্গীত। (EVM News)

 

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর