মাধব দেবনাথ, নদীয়া: স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাসখালি থানার বেনালি এলাকায়। এলাকা জুড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট।
পুলিশ সূত্র জানিয়েছে, মৃত রাজমিস্ত্রির নাম শিফুল মন্ডল, বয়স আনুমানিক ৫০ বছর, পেশায় রাজমিস্ত্রির কাজ করেন।

স্ত্রী মিনতি মণ্ডলের অভিযোগ গতকাল রাত্রি আটটা নাগাদ প্রতিবেশী প্রশান্ত বিশ্বাস নামে এক যুবক শিফুল মণ্ডল কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপরেই হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ছুটে আসে স্ত্রী মিনতি মন্ডল, এরপর স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। ওই যুবক মিনতি মণ্ডল কেও ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ মারে। যদিও আহত অবস্থায় রক্তাক্ত স্বামীকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে। কয়েক ঘন্টা চিকিৎসার পরে শিফুল মণ্ডল কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনেই এলোপাথাড়ি কোপানো হয় রাজমিস্ত্রিকে। চোখের সামনে স্বামীর এইভাবে মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না স্ত্রী মিনতি মণ্ডল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিমুল মন্ডলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত শিফুল মন্ডলের পরিবারের দাবি দোষীর ফাঁসির সাজা হোক। ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। যদিও অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসের খোঁজ চালাচ্ছে, হাঁসখালি থানার পুলিশ। সাংবাদিক বৈঠকে রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্ত সেনগুপ্ত আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি দোষীকে গ্রেফতার করা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর