দক্ষিণ দিনাজপুর, ১৩ মার্চঃ স্কুল যাওয়ার পথে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার দাঁড়ালহাট এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুল ভ্যান। ঘটনায় আহত সংখ্যা প্রায় ১৮ জন পড়ুয়া। সোমবার একটি বেসরকারি স্কুলের ছুটির পর পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাঁড়ালহাট এলাকায়। এদিকে আহতদের মধ্যে বেশির ভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ বালুরঘাট হাসপাতালে ৯ জনকে নিয়ে আসা হয়। যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এদিকে গাড়ি চালকও আহত হয়েছে।
বালুরঘাট হাসপাতলে আহত পড়ুয়াদের খোঁজ খবর নিতে আসেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু, আসেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা সহ অন্যান্যরা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাড়ালহাট এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাস্তার উপর মাটি ফেলা ছিল, অন্য গাড়িকে সাইড দেওয়ার সময় রাস্তার উপর মাটির ঢিবিতে একটি চাকা উঠে যায়, এরপর রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ছাত্র বোঝাই করা স্কুল ভ্যানটি। এদিকে আহত পড়ুয়াদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে তপন থানার পুলিশ আধিকারিকেরা।