রাজীব ঘোষ, ৫ সেপ্টেম্বর: সোনা কোথায় সবচেয়ে সস্তা? হলুদ ধাতুর প্রতি আকর্ষণ চিরকালীন। শুধুমাত্র সৌন্দর্যের কারণে অলংকারের জন্য নয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো (Gold Investment) সোনা।

 

ইদানিং সোনার পাশাপাশি রুপোতেও বিনিয়োগ করা শুরু হয়েছে। তার কারণ সাদা এই ধাতুর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ঘটছে। তবে সোনার গুরুত্ব অপরিসীম। বিবাহ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার চাহিদা বরাবরই থাকে। আর সেই কারণে প্রায় প্রতিনিয়ত বদলে যাওয়া সোনার বাজার দর দেখে (Gold Market Price) নিতে হয়। ভারতের মধ্যেই বিভিন্ন শহরের সোনার দাম এক এক ধরনের। কোনও শহরে সোনার দাম বেশি, আবার কোনও শহরে সোনার দাম কম। সব শহরে সোনার দর এক নয়। এখনও পর্যন্ত দেশে খনি থেকে সোনা উত্তোলনের পরিমাণ যথেষ্টই কম। সোনা সাধারণত আমদানি করতে হয়।

বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে সোনার দাম আলাদা হওয়ার মূল কারণ হলো, স্থানীয় শুল্ক এবং ট্যাক্স। যার ফলে প্রতিটি শহরেই ২৪ ক্যারাট ও ২২ ক্যারেট সোনার দাম ভিন্ন। তাছাড়া যে শহরে সোনার দাম নির্ধারিত হয় তা ঠিক করে দেয় সেই শহরের বুলিয়ান অ্যাসোসিয়েশন। দিনের মধ্যে সোনার দাম দুইবার পরিবর্তিত হয়। বিশ্ববাজারে সোনার দামের দিকে নজর রেখেই স্থানীয় বাজারদর ঠিক করা হয়। এবার প্রশ্ন হল, কোন শহর বা রাজ্যে সোনার দর সবচেয়ে সস্তা?

উত্তর হবে, কেরল। আসলে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলির তুলনায় দক্ষিণ ভারতের রাজ্যে সোনার দাম উল্লেখযোগ্য ভাবে কম। কেরলের পাশাপাশি কর্নাটকের মতো রাজ্যেও দিল্লি ও মুম্বইয়ের তুলনায় সোনার দর অনেকটাই কম।

কিন্তু কেরলে সোনার দাম কম কেন? গোল্ড অ্যান্ড সিলভার অ্যাসোসিয়েশন কেরলে সোনার দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক সোনার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে কেরলে সোনার মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। গত কয়েক বছরে আবার ভারতীয় রূপির প্রেক্ষিতে মার্কিন ডলার ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে। আর এর ফলেই সোনার মূল্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আবার দেখা গিয়েছে, কেরলের মানুষের সোনার প্রতি গভীর টান রয়েছে। এক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, সারা ভারতের মধ্যে কেরলেই শুধুমাত্র ২০ শতাংশ সোনার ব্যবহার করা হয়। ফলে দক্ষিণ ভারতের রাজ্য কেরলেই সব থেকে সস্তায় সোনা পাওয়া যায়। তবে সোনা কেনার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া প্রয়োজন। লাগাতার দাম বেড়ে চলে, তাই সোনায় টাকা ঢালার মত বিনিয়োগ এই মুহূর্তে লাভজনক হবে কিনা সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর