রাজীব ঘোষ, ১৭ অক্টোবর: সেলফি পয়েন্টে মোদীর ছবি | নির্দেশ জারি কেন্দ্রের
মাস কয়েক পরেই দেশজুড়ে সাধারণ নির্বাচন (General Election 2024) তবে, তার আগে দেশের আরও পাঁচটি রাজ্যে রয়েছে বিধানসভার নির্বাচন। যা কিনা লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলেই ধরে নেওয়া হচ্ছে।
এরকম একটা সময়ে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নয়া নির্দেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সমস্ত গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরার জন্য সমস্ত ডিপার্টমেন্টকে সেলফি পয়েন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সেলফি পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল আকারের ছবি বাধ্যতামূলক ভাবে রাখতে হবে। কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স একাউন্টসের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
বডি ম্যাসাজ করাতে করাতেই অফিসিয়াল মিটিং! ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়!
প্রতিরক্ষা মন্ত্রকের দফতরগুলিতে ওই সেলফি পয়েন্ট তৈরি করতে হবে। প্রাথমিকভাবে দেশে ৮২২টি এরকম কেন্দ্র হবে। ভারতীয় সেনা সেখানে প্রায় শ’খানেক পয়েন্ট তৈরি করবে। এরমধ্যেই কলকাতা, বেঙ্গালুরু, নয়াদিল্লি, মিরাট, প্রয়াগরাজের মতো আরও বেশ কিছু শহরে সেলফি পয়েন্ট (Selfie Point) তৈরি করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই সেলফি পয়েন্টে কি থাকবে?
প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকায় জানা যাচ্ছে, মন্ত্রকের বিভিন্ন সাফল্য তুলে ধরার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আত্মনির্ভর ভারত, আবাস যোজনা, স্বচ্ছ ভারত, উজ্জ্বলা যোজনাকেও গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। ট্রেন স্টেশন, বিমানবন্দর, শপিংমল, বাস ডিপো, স্কুল, কলেজ-সহ উৎসব স্থলেও এই সমস্ত পয়েন্টগুলি তৈরি করার নির্দেশ।
এবার নজর রাখতে হবে, সেখানে কতজন সেলফি তুলছেন? তার হিসাব রাখার জন্য আবার মোবাইল অ্যাপ্লিকেশন, X Account এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আগ্রহীরা সেলফি তুলে ওই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিরক্ষা দফতরে পাঠাতে পারেন।
দেশজুড়ে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্তে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে প্রচার চালিয়ে লোকসভা নির্বাচনে দিল্লি দখলে রাখার চেষ্টা করছেন। অনেকেই ভারতীয় সেনার রাজনীতিকরণের আশঙ্কা করছেন। এই প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, দেশের সেনাদের নিয়ে রাজনীতি করা কাম্য নয়। ইভিএম নিউজ