ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর: সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিৎ? প্রয়োজনে পরলে প্রথমে সেভিংস অ্যাকাউন্টের টাকার কথাই মাথায় আসে। কাজেই মোটা অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে জমালে আপদে-বিপদে আর ধার করতে হয় না। সেভিংস অ্যাকাউন্টে নিয়ম করে টাকা জমালে তা থেকে মাসিক খরচ চালানো যায়। শুধু তাই নয়, অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধের জন্যও অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। এখন প্রশ্ন, সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিৎ? কত নগদ রাখলে কোনও অসুবিধে হবে না? ‘এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম’ উদ্যোগ ভারত সরকারের ৫০/৩০/২০-এই পদ্ধতিতে টাকা আয় ও ব্যয় করা উচিৎ। এই পদ্ধতিতে মোট টাকাকে তিনটি ভাগে ভাগ করা হয়। ৫০ শতাংশ, ৩০ শতাংশ ও ২০ শতাংশ। ৫০ শতাংশ প্রয়োজনীয় দৈনন্দিন জীবনযাত্রার জন্য খরচ হয়ে থাকে। যেমন- বাড়ির EMI অথবা বাড়ি ভাড়া ও সংসারের যাবতীয় খরচ। ৩০ শতাংশ খরচ করা হয়ে থাকে চাহিদা অর্থাৎ একেবারে প্রয়োজনীয় নয় এমন জিনিস। বাকী ২০ শতাংশ সঞ্চয় খাতে। সেভিংস অ্যাকাউন্ট মূলত টাকা রাখার জন্যই। গ্রাহক যে টাকা এখনই ব্যয় করতে চান না। অনেকে স্বল্পমেয়াদি লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন। কখনও সেটা ঘুরতে যাওয়ার জন্য অথবা কিছু কেনার জন্যও হতে পারে। প্রতিটা লক্ষ্যের জন্য একটি বাজেট ধরে চলা প্রয়োজন। এতে কতটা সঞ্চয় করতে হবে, তার হিসেব পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, একটা সেভিংস অ্যাকাউন্টে ২ বছরের মোট খরচের অঙ্ক রাখা যেতেই পারে। ইভিএম নিউজ