ইভিএম নিউজ ব্যুরো,অরূপ পালঃ প্রতি বছরের মতো এবারও সি এ বি আয়োজন করলো ফ্র্যাঙ্ক ওয়েল রক্ত দান শিবির। শুক্রবার ইডেনে আয়োজিত রক্ত দান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে হাজির বাংলা কোচ লখী রতন শুক্লা, সহকারী কোচ সৌরাশীষ লাহিড়ী, অধিনায়ক মনোজ তিওয়ারি এবং সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি। রক্ত দান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ ছিল দেখার মতো। রক্ত দাতাদের দেওয়া হয় মনোজ তিওয়ারি সই করা সাটিফিকেট।