সামিকে

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: সামিকে আলিঙ্গন মোদীর 

বিশ্বকাপে ভারতের পরাজয়ের পরেই খেলোয়াড়দের সান্ত্বনা দিতে ড্রেসিং রুমে পৌঁছালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি একে একে সান্ত্বনা দেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। কিন্তু এরই মধ্যে ভারতের সিমার মহম্মদ সামিকে তিনি সান্ত্বনা দেওয়ার সময় জড়িয়ে ধরেন। সামিও প্রধানমন্ত্রীর বুকে কান্নায় ভেঙ্গে পড়েন।

ফুটবল খেলা ঘিরে উৎসবের আমেজ

গত রবিবার আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন মোদী। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জলঘোলা। প্রধানমন্ত্রী অবশ্য অভিভাবকের মতো ভারতীও খেলোয়াড়দের টানা জয়েও পরিশ্রমের প্রশংসা করেছেন। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে ভারতীও টিমের পাশেই আছেন মোদী। তবে বিরোধীরা বিষয়টি নিয়ে বিজেপিকে ছাড়েননি। তারা বলেছেন, পিচ তৈরির সময় চালাকি করতে গিয়ে ভারতের পরাজয়। কারন পিচে বল পরে কোন কিছুই সুইং বা বাউন্সার অথবা গুগলি ও কাটার দেওয়া যাচ্ছিলো না।

ফলে অনায়াসে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিয়ে যায়। আবার অনেকে বলছেন, ফাইনাল খেলা মুম্বাইতে হলে অনায়াসে জয় পেতো ভারত। তবে দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে মোদী বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতীও খেলোয়াড়দের পাশেই আছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর