ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: সাদাকালোয় প্রত্যাবর্তন চেরিশ্নভের। প্রায় এক মরশুম পরে মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিলেন রাশিয়ান কোচ আন্দ্রে চেরিশ্নভ।

বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

গত সোমবার ডালহৌসির বিরুদ্ধে মহামেডান ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এর আগেরবার তাকে সরিয়ে দেওয়ার পরে কিবু ভিকুনাকে দায়িত্ব দিয়েছিল সাদা কালো ম্যানেজমেন্ট। তাকে সরানোর পর এতদিন দায়িত্বে ছিলেন মেহেরাজুদ্দিন। তার তত্ত্বাবধানে ভালোই তৈরি হচ্ছিলো মহামেডান দল। কিন্তু এক অজানা কারণে তাকেও ছাঁটাই করে দেয় সাদা কালো ম্যানেজমেন্ট। তারপরেই পুরনো কোচকে ফেরৎ আনে মহামেডান। চেরিশ্নভের সঙ্গে বেশ ভালো সম্পর্কই রয়েছে মহামেডানের ইনভেস্টর কোম্পানি বাংকারহিলের। তাই চেরিশ্নভকেই আবার ফেরালো মহামেডান। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর