ইভিএম নিউজ,মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিটি বুথেই মোতায়েন হতে পারে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। জানা গেছে, নির্বাচন কমিশনের তরফে ওই বিধানসভা এলাকার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, আর তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেন্দ্রীয় বাহিনী যে উপনির্বাচনে মোতায়েন হবে, তা একপ্রকার নিশ্চিত।

এই ব্যাপারে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “ভোট মানুষ দেবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক বা না হোক, তাতে তৃণমূল কংগ্রেসের কোনোরকম সমস্যা নেই। ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেবে না। ভোট দেবে সাধারণ মানুষ।”

উল্লেখ্য এই উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ সাহাকে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রার্থী ব্যারন বিশ্বাস। বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, আর তাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামেদের কাছে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার অনুরোধ করেছেন। যদিও আদৌ অধীরের অনুরোধ রক্ষা করে সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট হবে কি না এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, এ নিয়ে সিপিএমের জেলা নেতৃত্ব, বামফ্রেন্টের শরিক দল এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছেন খোদ মহম্মদ সেলিম। শুক্রবার এই ব্যাপারে একটি প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে সেলিমের একটি বৈঠক হবারও কথা ছিল। যদিও এদিন এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, সব দিক বিবেচনা করে তবেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম-সহ বামফ্রন্ট। তার আগে এই বিষয়টি নিয়ে অফিসিয়ালি মুখ খুলছেন না দলের রাজ্য নেতৃত্ব।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সাগরদিঘি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। এই কেন্দ্র থেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন সুব্রত সাহা। কিন্তু ২০২২ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বিধায়কশূন্য হয়ে যায় এই আসনটি। আর তার জেরেই এই উপনির্বাচন। নির্বাচন কমিশন চাইছে, একুশের ভোটের মতোই এই কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। সবকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারে কমিশনে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর