ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ নাহ্। ভূতের রাজার বরং পেয়ে হাতে হাত তালি দিয়ে যেখানে সেখানে চলে যাওয়ার সুযোগ ছিল না, হাওড়ার শ্যামপুরের কাঁঠাল দেহের যুবক অনিমেষ মাঝির। কিন্তু ইচ্ছে অপরিসীম হলে তা পূরণের উপায় যে হবেই, সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন অনিমেষ। স্বপ্ন দেখতেন, নিজের মোটরবাইক কিনে ভারতভ্রমণ করবেন। কিন্তু সে তো নিতান্ত স্বপ্ন নয়! বরং নিম্নবিত্ত পরিবারের ছেলে অনিমেষের কাছে ছিল একেবারেই এক কষ্টকল্পনা। তাই কবে মোটরবাইক কিনবেন সেই আশায় বসে না থেকে, পকেটে আড়াই হাজার টাকা আর নিজের সাইকেল নিয়েই গত ২০২১ সালে বেরিয়ে পড়েছিলেন দেশদর্শনে। আর সেই আনন্দ আর রোমাঞ্চের কষ্ট-সফর শেষ করে, বাড়িতেও ফিরে এলেন অনিমেষ।
বাবার ছোট চায়ের দোকানে সাহায্য করার সময় থেকেই সারা দেশ ভ্রমণের নেশা চেপে বসেছিল অনিমেষের । আর সেই স্বপ্ন নিয়েই পকেটে মাত্র ২৫০০ হাজার টাকা নিয়ে নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন অনিমেষ। প্রায় দেড় বছর পর পঁচিশ হাজার কিলোমিটার পথ অতিক্রিম করে অবশেষে বাড়ি ফিরলেন অনিমেষ। অন্যদিকে দীর্ঘদিন পর বাড়িতে ছেলের আনন্দে অনিমেশের মা বাবা ও বোন।
উল্লেখ্য, কোনও নামী দামি ব্যান্ডেড সাইকেল নয় ,অতি সাধারণ তার নিত্য প্রয়োজনীয় সাইকেলটি নিয়েই সারা বিশ্ব পাড়ি দেয় হাওড়ার ওই যুবক। গত ২০২১ সালে সাইকেল নিয়ে বেরিয়ে পরে অনিমেষ। ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়াগায় ঘুরে বেড়ান তিনি। সাধারণত টাকা জমিয়ে বাইক কিনতে দেরি হয়ে যাওয়ার জন্য তার এই রকম পরিকল্পনা।
এই প্রসঙ্গে অনিমেষ বলে, আমি দেড় বছর ভারতের বিভিন্ন রাজ্য ও রাজ্যের বিভিন্ন দুর্গম স্থানে গিয়েছি ও তাদের সঙ্গে রাতও কাটিয়েছি। কোনও কোনও সময় জঙ্গলে রাতও কাটিয়েছি ওনাদের সঙ্গে । আবার নিজের আর্থিক সমস্যা দূর করতে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে টুকিটাকি কাজেও সাহায্য করেছিলাম ওনাদের।