রাজীব ঘোষ, ২৯ আগস্ট: সস্তায় গ‍্যাস বুকিং কীভাবে করবেন ? দেখেনিন সেই পদ্ধতি।

দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যে জিনিসটি ছাড়া একদম চলবে না, তা হলো রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার। আর কিছু করুন বা নাই করুন, নিয়মিত রান্নার গ্যাসের প্রয়োজন রয়েছে। তা না হলে খাবার জোগান বন্ধ হয়ে যাবে। আর তাই সময় থাকতেই এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতেই হয়। আর এখন তো গ্যাস সিলিন্ডারে হাত দেওয়ারই জো নেই। যত দিন যাচ্ছে, একেবারে জেট গতিতে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। কোনো সুরাহা নেই।

গ্যাস সিলিন্ডার বুক করলে কমবেশি ১২০০ টাকা খরচ হয়। গ্যাস সিলিন্ডারের দাম, তার সঙ্গে যে ডেলিভারি পার্সন আসছেন তার চার্জ। এবার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করে যে টাকা দিচ্ছেন, তারই একটা অংশ আপনি ফেরৎ পেতে পারেন। শুনেই হয়তো অবাক হয়ে যাচ্ছ। না, অবাক হওয়ার কিছু নেই। একটু বুদ্ধি খাটালেই গ্যাস সিলিন্ডার বুকিংয়ে পেয়ে যাবেন ছাড় ( LPG Cylinder Online Booking Discount Offer) যার ফলে আপনার অনেক কম টাকা খরচ হবে।

বর্তমানে অধিকাংশ কাজ অনলাইনে করা হয়। ফলে এই সময়ে এলপিজি সিলিন্ডার বুকিং-এর কাজটিও অনলাইনে করতে পারেন। আর অনলাইনে গ্যাস সিলিন্ডার ঘরে বসেই বুক করতে পারবেন। অনলাইন পেমেন্ট করা যাবে। আর অনলাইনে সিলিন্ডার বুক করলে বেশ কিছু সুবিধা পাবেন। যখন অনলাইনে গ্যাস সিলিন্ডারের জন্য পেমেন্ট করবেন, তখন বহু অ্যাপ রয়েছে, যারা ডিসকাউন্ট কুপন বা ক্যাশব্যাক অফার দেয়। আর এই ক্যাশব্যাক পেলে স্বাভাবিকভাবে সিলিন্ডারের জন্য কম টাকা দিতে হয়। তবে অনলাইনে কত টাকার ডিসকাউন্ট ও ক্যাশব্যাক পাবেন, তার সম্পূর্ণটাই নির্ভর করছে যে অ্যাপ থেকে আপনি অনলাইন সিলিন্ডার বুক করছেন তার উপরে।

এছাড়া অনলাইন বুকিং এর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না। গ্যাসের ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগের কোনও সমস্যা নেই। অনলাইনে সহজেই পেমেন্ট করতে পারবেন পাশাপাশি এলপিজি সিলিন্ডার ডেলিভারি ট্র্যাকিং করতে পারবেন ঘরে বসেই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর