ইভিএম নিউজ ব্যুরো, ৭ এপ্রিলঃ আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছিলেন তিনটি পরিবার। তারা সকলেই দিনমজুর। আর সেই ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়ালেন তৃনমূল নেতৃত্ব। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
জানা গেছে,মঙ্গলবার দুপুর দুটো নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তথা দিনমজুর সেখ মাজেদ, সেখ মাবুদ ও সেখ গোনুয়া- এই তিনজনের বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই খবর পেয়ে শুক্রবারই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে ছুটে যান স্থানীয় তৃণমূল নেতারা। স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সুধীর দাস জানিয়েছেন, এই বিপদের দিনে তারা সর্বতোভাবেই এই পরিবারগুলির পাশে আছেন।
শুধু স্থানীয়ভাবে পার্টির পক্ষ থেকেই সাহায্য নয়, যদি সরকার থেকেও কোনরকম সাহায্য বা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হয়, সেই বিষয়েও সচেষ্ট হবেন ওই ব্লকের তৃণমূল নেতা কর্মীরা। এইরকমই জানিয়েছেন সেখানকার ব্লক সভাপতি মানিক দাস।
অঞ্চল সভাপতি সাধন দাস এবং ব্লক সভাপতি মানিক দাসের সঙ্গেই এদিন ছিলেন জেলা সদস্যদের সন্তোষ চৌধুরী, অঞ্চল চেয়ারম্যান ফিরোজ আলম সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা। এদিন তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এক মাসের খাদ্য সামগ্রী ও কাপড় চোপড় তুলে দেন। (EVM News)