ইভিএম নিউজ ব্যুরোঃ সর্বোচ্চ উপগ্রহের শিরোপা শনির থেকে ছিনিয়ে নিল বৃহস্পতি। হ্যাঁ ঠিকই শুনছেন। সম্প্রতি জানা গেছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে ঘুরছে ১২টি উপগ্রহ। যার সন্ধান পেয়েছেন আমেরিকার মহাকাশবিজ্ঞানীরা। তাঁদের দাবি, বৃহস্পতির ৭৯ টি উপগ্রহ ছিল। কিন্তু সম্প্রতি দেখা গেছে বৃহস্পতির কক্ষপথকে কেন্দ্র করে আরও ১২টি উপগ্রহ প্রদক্ষিণ করছে। অর্থাৎ বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা দাঁড়াল। এদিকে, শনির উপগ্রহ সংখ্যা ৮৩টি, যা সৌরজগতে উপগ্রহ সংখ্যার নিরিখে এতদিন শীর্ষে ছিল। শনির সেই রেকর্ড ভেঙে শীর্ষের স্থান অধিকার করলো বৃহস্পতি।
ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স’-এর মহাকাশবিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে একটি পর্যবেক্ষণ দল বৃহস্পতির এই ১২টি উপগ্রহ খুঁজে পান। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতির নতুন ১২টি যে উপগ্রহ পাওয়া গেছে, সেগুলি আকারে ক্ষুদ্র। এই সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কপ’-এ।
উল্লেখ্য, আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা অনেকদিন ধরেই বৃহস্পতি, শনি,ইউরেনাস ও নেপচুনের উপগ্রহগুলির ওপর গবেষণা চালাচ্ছে। এই চারটি গ্রহকে একত্রিতভাবে জোভিয়ান জগত বলা হয়। এই জোভিয়ান জগতের উপগ্রহগুলো বসবাসের যোগ্য কিনা, বা এতে কোনও প্রাণ আছে নাকি তা ইউরোপা ক্লিপার মিশনের সাহায্যে অভিযান চালাচ্ছে নাসা।