ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ টলি হোক বা বলি সেলিব্রিটিদের হাঁড়ির খবর পেতে কার না ভালো লাগে বলুন তো ? বিয়ে থেকে শুরু করে গসিপ কোনটাই বাদ পড়ে না। আর সেটা যদি হয় করিনা – সইফ আলির ছোট ছেলে জেহ-র জন্মদিন পার্টি। তাহলে তো আর কোন কথাই নেই।
পুল পার্টি, দ্বিস্তরীও কেক, রঙিন বেলুন- সহ জমকালো বার্থ-ডে সেলিব্রেশন করলেন মা করিনা। আর মায়ের কোল থেকে কেক কাটল ছোট জেহ। ২বছরে পা রাখল সইফ আলি খান ও করিনা কাপুর খানের দ্বিতীয় ছেলে জেহ। কাপুর পরিবার সহ কাছের মানুষ জনদের নিয়ে এলাহি ভাবে জন্মদিন সেলিব্রেট করলেন সইফিনা। ইতিমধ্যেই জন্মদিনে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সঙ্গে জেহ-র পিসি সাবা আলি খান ও সোহা আলি খান নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পার্টির ছবি শেয়ার করেন। পার্টিতে করিশ্মা কাপুর থেকে শুরু করে কুণাল খেমু প্রমুখ।
একটি ভিডিওতে দেখা গিয়েছে, ব্যানার ,বেলুন ডেকরেশন থেকে শুরু করে সমস্থ দায়িত্বে দেখা গিয়েছে মা করিনাকে।
জন্মদিনের করিনার পুত্র জেহকে একটি নীল টি-শার্ট এবং ধূসর শার্টে দেখা গিয়েছে। তারসঙ্গে ভিডিওতে করিনা বলছেন, আমরা শুভ জন্মদিন আমাদের প্রিয় জেহ বাবা । ভিডিওতে করিনা এবং সাইফের তাদের বাচ্চাদের, তৈমুর এবং জেহ এবং সাবা ভাইবোন, সোহা এবং সাইফের সাথে একটি সুখী পারিবারিক ছবিও তুলতে দেখা গিয়েছে। তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন “হ্যাপি মেমরিস। জেহজান 2 বছর বয়সী! মাহশাআল্লাহ…।“
ইতিমধ্যেই ছোট জেহর একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মা করিনা কাপুর খান। আর তাঁর ওই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর সমস্ত ভক্তরা। পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলি দুনিয়ার অনেকেই।