স্লাগঃচকলেট ডেয়ারি মিল্ক
শতবর্ষের পুরনো চকলেট ডেয়ারি মিল্কের মোড়ক মিলল স্নানঘরে।আর তার থেকে অভূতপূর্ব সেই মোড়কটির ছবি সমাজ মাধ্যমে আসতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।আর সেটি দেখে আবেগে ভাসলেন গোটা বিশ্ববাসী।
সোশাল মিডিয়ায় এমা ইয়াং ইউকের বাসিন্দা।তিনি নিজের ফ্ল্যাটের কলঘর সারানোর জন্য মেঝে খুঁড়তে খুঁড়তে হঠাৎ তার চোখে পড়ল আস্ত একটা কার্ডবোর্ডর বাক্স।আর বাক্সটি চোখে পরতেই চক্ষুশূল এমার। চেনা মোড়কে অচেনা ছবি কিন্ত ক্যাডবেরির লোগোটি (ক্যাডবেরির লোগোটি ক্যাডবেরির ডেয়ারি মিল্ক চকলেট নিঅ্যাপনিটান)দেখতেই আনন্দে আত্মহারা এমা যোগাযোগ করে বসলেন ক্যাডবেরির দফতরে।আশ্চর্যজনক ভাবে শতাব্দি প্রাচীন চকলেটেরে বাক্সটা ছিল অক্ষত অবস্তায়।
এমা জানায়,২০১৬ সালে যখন তিনি বাড়িটি কেনেন তখন তার কলঘরটির পাশে একটি শোয়ার ঘর ছিল।ফলে তার অনুমান চকলেটটি কেও তার শোয়ার ঘরে বসেই খেয়েছিল।মনঃস্থির করেছেন একশো বছরের পুরনো চকলেটের মোড়কটি যত্ন করে তুলে রেখে দেবেন এমা।