ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: সবরমতীর জলেই নিভলো ভারতের আশা

প্রায় ১৩০ কোটি ভারতবাসী প্রত্যাশা করেছিলো ভারত ২০২৩ বিশ্বকাপ অপরাজিত হয়েই চ্যাম্পিয়ন হবে। কিন্তু সবরমতীর জলে নির্মমভাবে ডুবে গেলো সেই আশা। ভারতের পরাজয়ের জন্যে গাভাসকার যথার্থই দায়ী করেছেন রোহিত শর্মাকে। যেই ওভারে তিনি ১০ রান নিয়েছেন, সেই ওভারেই আবার কেন বল তুলে মারতে গেলেন। নিঃসন্দেহে সেইটা সুইসিডাল শট। দলের ক্যাপ্টেন এই দায়িত্বজ্ঞান শট মারতে পারেন তা দেখে ভবিষ্যতে বহু ভারতবাসী ভারতের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

ট্রাভিস হেডের ১০০ | হতাশ ১৪০ কোটি

আর ওপেনার শুভমন গিল প্র্যাকটিস ম্যাচের মতো তার ক্যাচ উপহার দিলেন অজিদের। এক লক্ষ্য তিরিশ হাজার দর্শক মাঠে বসে দুঃখ পেয়েছেন কারন দেখতে পেলেন না ভালো ব্যাটিং। বিরাট কোহলি ম্যাচ ধরার চেষ্টা করলেও বিধি ছিল বাম। ব্যাটে লেগে তার উইকেট ভেঙ্গে দেয় বল। তখনই জয়ের টিকা মাথায় উঠে গিয়েছিলো অজিদের। সূর্যকুমার যাদব ব্যাট হাতে শুরু থেকে থর থর করে কাঁপছিলেন। ২৮ বলে ১৮ রান করে আউট হয়ে যেন চাপমুক্ত হলেন।

আর মাথায় ছিল যত কম রানই হোক জিতিয়ে দেবে সামি বুমরাহ তাদের আগুনে বোলিঙে। সব দিনই বোলাররা জিতিয়ে দেবে সেই প্রত্যাশা নিয়েই ভারতীও ব্যাটাররা আউট হয়ে প্যাভেলিওনের দিকে পা বাড়িয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল আউট হলেই বা জয় আমাদের কপালে লেখা আছে। কিন্তু বুঝতে ভুল হয়েছিলো রোহিতদের। কারন পেশাদারিত্বের ছাপ রেখে গেলো অস্ট্রেলিয়া। দ্রুত ৩ উইকেট পরার পরেও ঠাণ্ডা মাথায় ম্যাচের রাশ ধরে নিয়েছিল হেড ও লাবুসেন। এখন ভারতবাসীর অনেকেই প্রশ্ন তুলছেন হাফ ইয়ারলিতে ফার্স্ট হয়ে অ্যনুয়ালিতে ডাহা ফেল করা এই ক্রিকেটারদের আর টেনে লাভ কি? ইভিএম নিউজ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর