ঘটনায়

ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় পাল্টা ইডির বিরুদ্ধে অভিযোগ

 সন্দেশখালিতে গতকাল আক্রান্ত হয় ইডি। ঘটনায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ইডির তিন আধিকারিক। তাঁদের মধ্যে দু’জনের মাথায় আঘাত করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ৬ টি সেলাই পড়েছে। তবে সেই ঘটনায় এবার ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ন্যাজাট থানার পুলিশ। জানা গিয়েছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।

শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

অন্যদিকে আগেই ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে। শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে হয়েছে সেই এফআইআর। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জোবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি। সেই অভিযোগে ইডি অবশ্য উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়েই শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা। এছাড়াও অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগে সেই মামলা রুজু করা হয়েছে।

 

এই ঘটনা নিয়ে ইডি বিবৃতি প্রকাশ করেছে। বাংলায় নিযুক্ত ইডি আধিকারিকেরা ঘটনা প্রসঙ্গে দু’টি রিপোর্ট তৈরি করেছেন। এই জোড়া রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। ইডির এক আধিকারিক জানান, এই দুই রিপোর্টে গোটা ঘটনাটি তুলে ধরা হয়েছে। কী কী কারণে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে রিপোর্টে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এমনকী কারা হামলা চালিয়েছে, তাও নাকি উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ঠিক কেন তল্লাশি অসামাপ্ত রেখেই ইডি আধিকারিকদের ঘটনাস্থল ছেড়ে চলে আসতে হয়েছে, তাও বিস্তারিত ভাবে বলা হয়েছে সেই রিপোর্টে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর