অরুপ পাল, ১১ ফেব্রুয়ারিঃ সন্তোষ ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে আটকে গেল বাংলা। শনিবার ভুবনেশ্বর স্টেডিয়ামে দিল্লির সঙ্গে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত। ম্যাচের নয় মিনিটের মাথায় ভান্ডারি গোল করে দিল্লি কে এগিয়ে দিলে প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে থাকে বাংলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলা আক্রমনে ঝড় তোলে। নরহরি শ্রেষ্ঠ ও রবি হাঁসদা কে রুখতে বারবার সমস্যায় পড়তে হয় দিল্লি ফুটবলারদের।

ম্যাচের বয়স যখন পঞ্চাশ মিনিট তখন বাংলার হয়ে গোলটি শোধ করেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠ। একষট্টি মিনিটের মাথায় ফের গোল করে বাংলা কে এগিয়ে দেন নরহরি।কিন্ত পাল্টা আক্রমনে এসে ম্যাচে সমতা ফিরিয়ে আনে দিল্লি। বাংলা গোল করে এগিয়ে যাওয়ার দশ মিনিট পর অর্থাৎ ম্যাচের একাত্তর মিনিটে গোল করেন রাওয়াত। এরপর একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলা দল।

ফলে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়তে হলো সর্বাধিক সন্তোষ ট্রফি জয়ী দলকে। প্রথম ম্যাচে ড্র করার ফলে সেমিফাইনালে ওঠা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর দলের কাছে। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ শক্তিশালী সার্ভিসেস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর