ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: ষাঁড়ের গুতোয় গুরুতর জখম বৃদ্ধা
ক্ষ্যাপা ষাঁড়ের গুতোয় গুরুতর আহত হোল ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। আহত বৃদ্ধার নাম কাঞ্চনী বিশ্বাস। ওই বৃদ্ধার হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। এখন বিকলাঙ্গ পরিস্থিতিতে বিছানায় শয্যাশায়ী ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গবার চর মাঝেরপাড়া এলাকায়।
নিয়োগ দুর্নীতিতে ফের অভিষেককে তলব ইডি-র
বৃদ্ধার পরিবারের দাবি, ওই খ্যাপা ষাঁড়টি বিগত কয়েক মাস ধরেই এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রতিবেশীরা ওই ষাঁড়টির ভয়ে বাইরে বেরোতে পারে না। যদিও এর আগেও ওই ষাঁড়ের গুঁতোয় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তবুও এখনো তার জের যায়নি। তারই মধ্যে ঘটে গেল আবার একটি ঘটনা।
তারা আরও জানান, বাড়ির লাগোয়া একটি প্রাচীরে হেলান দিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধা। তখনই ক্ষ্যাপা ষাঁড়টি ছুটে এসে তাকে গুতো মারতে শুরু করে। ঘটনাস্থলেই আহত ও জখম হয়ে পড়ে ওই বৃদ্ধা। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাত ও পায়ে গুরুতর আঘাত লাগাতে চিকিৎসক অস্ত্রোপচার করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অভিযোগ, এর আগেও ষাঁড়ের তাণ্ডবে একাধিক জনের আহত হওয়ার ঘটনা ঘটে গেলেও প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি। তাহলে কি ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবের ভয়ে এলাকা ছাড়তে হবে সাধারণ মানুষকে, নাকি এ ভাবেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে স্থানীয় বাসিন্দাদের। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইভিএম নিউজ