Soon you will get the training of makeup

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: খুন, ধর্ষণ, চুরি-ডাকাতির মতো মামলায় অপরাধী সাব্যবস্ত হয়েই ঠাই হয়েছে হাজতে। তবে বর্তমানে সেই জেলই আজ সংশোধনাগার। সেখানের আবাসিকদের নিয়েই চলছে নানান কার্যকলাপ।

স্ব- নিযুক্তির জন্যই জেলবন্দিদের প্রশিক্ষণ

সন্দেশখালি: কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে অতি সক্রিয় পুলিশ

Advertisement of Hill 2 Ocean

এতো দিন নাচ, গান, নাটক-আবৃত্তি শেখানো হত সেখানকার সাজা প্রাপ্ত বন্দিদের। সেই মত ছিল বৃত্তিমূলক পরীক্ষা।তবে শুধু মাত্র তাদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ। একটা সময় তাদের দীর্ঘ কারা জীবন শেষ হবে। সেই সময় যাতে নিজেদের জীবিকা অর্জনের ক্ষেত্রেই কোনও অসুবিধা না হয়। তাই জন্য কারাগারেই এই সকল প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এবার রাজ্যের কারাবন্দিরা শিখতে পারবেন বিউটিশিয়ান কোর্সও।

রাজ্য কারিগরি শিক্ষা দফতরের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় আলিপুর মহিলা সংশোধনাগারের আবাসিকদের দেওয়া হয়েছে এই সুযোগ। সংশোধনাগারের ৩০ জন আবাসিক বর্তমানে  বিশেষজ্ঞ সংস্থার কর্মীদের থেকে নিচ্ছেন এই প্রশিক্ষণ। তবে পরের পর্যায়গুলিতে অন্যান্য বন্দিদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে আধিকারিকরা। পাশাপাশি পরবর্তীতে অন্যন্য সংশোধনাগারগুলিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর