ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির শ্বাসনালী থকে দুটি ১০০ টাকার নোট উদ্ধার করল আরজিকর মেডিক্যালেজের চিকিৎসক। ব্যক্তির বয়স ৫৭ বছর। এন্ডোস্কোপিক পদ্ধতিতে ফোর্সেপ ব্যবহার করে দুটি নোট উদ্ধার করেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন দেড় মাস ধরে খাবার খেতে সমস্যা হচ্ছিল ওই ব্যক্তির। পরে ১ মার্চ ওই ব্যক্তিকে ভর্তি করা হয় আরজিকরে মেডিসিন বিভাগে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সমস্যার সমাধান না হওয়ার পর রোগীকে গ্যস্ট্রো এন্টারোলজি বিভাগে স্থানান্তরিত করা হয় তাকে। চিকিৎসকেরা পরে পরীক্ষা করে জানতে পারেন রোগীর খাদ্যনালীতে ১০০ টাকার দুটি নোট আঁটকে রয়েছে। পরে এন্ড্রোস্কপিকর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, ১৭ বছর আগে অ্যাসিড খেয়ে ফেলেছিল ওই ব্যক্তি। ফলে খাদ্যনালী ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে।