হায়দরাবাদের উপ্পল স্টেডিয়াম সাক্ষী থাকলো একাধিক আকর্ষণীয় ক্রিকেটীয় ঘটনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মোট রান উঠলো ৭৮৬। আর এবার ভারতীয় ক্রিকেটের মহাকাশে জোড়া তারার আবির্ভাব। কদিন আগে একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৪ বছর বয়সী ঈশান কিষান। আর এবার ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে দ্বি-শতরান করলেন ২৩-এর পঞ্জাব পুত্তর শুভমান গিল। মূলত তাঁর ইনিংসে ভর করেই ভারতের ইনিংসে ৩৪৯ রান ওঠে । যার মধ্যে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ডকারী শুভমন গিলের সংগ্রহ ছিল ১৪৯ বলে ২০৮ রান। এর আগে ভারতের পক্ষে একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরিকারীরা হলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মা ৩টি ও ঈশান কিষান। গিলের ইনিংসে ছিলেন ৯টি ছক্কা ও ১৯টি বাউন্ডারি। পরপর তিন ছক্কা হাঁকিয়ে দুশো রানে পা রাখেন গিল। অন্যদিকে পাওয়ার-প্লে-তে মহম্মদ সিরাজ ফের জ্বলে উঠে ভারতের হাত থেকে প্রায় হাতছাড়া হওয়া ম্যাচ ফিরিয়ে নিয়ে এলেন। ঘরের মাঠে প্রথমবার দেশের জার্সিতে ৪৬ রানে ৪টি উইকেট পেলেন। এই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন সিরাজের মা শবনম ও তাঁর পরিবারের সদস্যরা। ছিলেন সিরাজের বন্ধু বেশ কয়েকজন। নিউজিল্যান্ড সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে মাত্র ১২ রানে হেরে যায়। ব্ল্যাকক্যাপসের পক্ষে দুরন্ত লড়াই চালালেন মাইকেল ব্রেসওয়েল। ১৩১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্রেসওয়েল শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। ১০টি ছয় ও এক ডজন চার ছিল তাঁর ইনিংসে। সিরাজ ছাড়া ভারতীয় বোলারদের তুলোধোনা করে ব্রেসওয়েল প্রায় ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। শেষ ওভারে ২০ রানের দরকার ছিল কিউইদের। শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছয় মারেন ব্রেসওয়েল। দ্বিতীয় বল ওয়াইড। এরপর ঠাকুরের ইয়র্কারে লেগ বিফোর হয়ে ফিরতে হয় তাঁকে। ৪৯ দশমিক ২ ওভারে তাদের ইনিংস শেষ হয় ৩৩৭ রানে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর