ইভিএম নিউজ,অরূপ পালঃ শুক্রবার আই এস এল টুর্নামেন্টে ১৬ তম ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টারস। প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে কেরালার কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গল কে। তাই ঘরের মাঠে বদলার ম্যাচ স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ফুটবলারদের কাছে। শেষ ছয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই ইস্টবেঙ্গল ক্লাবের। তবু ঘরের মাঠে কেরালা কে হারিয়ে লিগ টেবলের ওপরের দিকে ওঠাই টার্গেট লাল হলুদ কোচের। আগের পনেরো টি ম্যাচে স্ট্রাইকার নিয়ে সমস্যায় থাকলেও, কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে সে সমস্যা নেই। সহি সমস্যা কাটিয়ে কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে মাঠে নামবেন নতুন বিদেশি ফুটবলার জ্যাক জার্ভিস। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারের সতীর্থ হিসেবে দেখা যাবে তারকা ফুটবলার ক্লেটন সিলভা। যিনি আপাতত নয়টি গোল করে সবোর্চ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন। এখন দেখার ঘরের মাঠে বদলার ম্যাচে কেরালা ব্লাস্টারসকে হারিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল ফিরতে পারে কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর