দেশের

ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: শুক্রতেই দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উদ্বোধন করবেন মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক। মুম্বই এবং নবি মুম্বইয়ের সংযোগকারী এই ব্রিজ দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ। যার ফলে ২ ঘণ্টার রাস্তা যাওয়া যাবে মাত্র ২০ মিনিটেই।

ট্রেনে বিনামূল্যে যাওয়া যাবে অযোধ্যা | ব্যবস্থা করলো বিজেপি 

এই ব্রিজের দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু। এটি তৈরি করতে খরচ হয়েছে ২১ হাজার ২০০ কোটি টাকা। মুম্বই থেকে নবি মুম্বইয়ের যে পথ যেতে ঘণ্টা দুয়েক সময় লাগত,এবার এই ব্রিজ তৈরির ফলে সেই দূরত্ব অতক্রম করতে সময় লাগবে মাত্র ১৫-২০ মিনিট। অটল সেতুতে রয়েছে ৬ লেনের রাস্তা।

তবে দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতু দিয়ে যেতে পারবে না বাইক, অটো। কেবল মাত্র গাড়ি, ট্যাক্সির মতো হালকা যানবাহনযেতে পারবে, যেতে পারবে মিনিবাসও। তবে ভারী গাড়ি যেমন- লরি, মালবাহী গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এই ব্রিজে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ৪০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে হবে। তবে এই ব্রিজ দিয়ে যেতে হলে দিতে হবে টোল ট্যাক্স।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর