অরূপ পাল, ১৬ ফ্রেব্রুয়ারিঃ আইএসএলে টানা তিন ম্যাচে জয় অধরা মোহনবাগানের। ফিরতি পর্বে হায়দরাবাদ এফসির কাছে হেরেও দলের অবস্থা দেখে কোনো হেলদোল নেই এটিকে-মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর। এমনকি কী ভাবে এমন অবস্থা থেকে দল ঘুরে দাঁড়াবে সেই নিয়েও নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই বাগান কোচের। অথচ পরের দুটি ম্যাচ যথাক্রমে কেরালা ব্লাস্টারস এবং ইমামী ইস্টবেঙ্গলের সঙ্গে। মোহনবাগানের কাছে যেটা ডু অর ডাই সিচুয়েশন।লীগের শেষ দুটি ম্যাচে জয় না পেলে কার্যত নক আউট পর্বে পৌঁছনো অনিশ্চিত হয়ে যাবে এটিকে-মোহনবাগানের কাছে। শেষ ছয়টি ম্যাচে মোহনবাগান জয় পেয়েছে মাত্র একটিতে যার মধ্যে হার তিনটিতে এবং বাকি দুটি ড্র। আপাতত আঠেরো ম্যাচে আঠাশ পয়েন্ট সংগ্রহ করে লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মেরিনার্স ব্রিগেড। বুধবার মুম্বাই সিটি এফসিকে হারিয়ে মোহনবাগানের চাপ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। যেটা ছিল আইএসএল টুর্নামেন্টে মুম্বাই এফসির প্রথম হার। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি । আর মোহনবাগান কে হারিয়ে হায়দরাবাদ নিশ্চিত করে ফেলেছে লীগ টেবিলের দ্বিতীয় স্থান। অর্থাৎ এই দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন লড়াই তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানের। মুম্বাই সিটি এফসি কে হারিয়ে বেঙ্গালুরু এফসি উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে চতুর্থ স্থানে। আর মোহনবাগান আঠেরো ম্যাচে আঠাশ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে পঞ্চম স্থানে। আঠেরো ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে এফসি গোয়া এবং ওড়িষা এফসি। ফলে শেষ দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা পারের দলের কাছে।‌শেষ দুটি হোম ম্যাচ জিতে সবুজ-মেরুন শিবির জয়ের সরণিতে ফিরে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা, সেই দিকেই নজর বাগান সমর্থকদের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর