ব্যুরো নিউজ, ১ নভেম্বর: লোকসভা নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।  আর আজ সেই নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী ভোটার বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। ভোটার সংযোজন হয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জন ও ভোটার বাদ পরেছে ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন।

‘মেরা যুবা ভারত’ কর্মসূচির ঘোষণা করলেন মোদী

মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর বুধবার ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হয়। নতুন খসড়া তালিকায় ভোটার সংশোধন প্রক্রিয়া চলবে ৯ই ডিসেম্বর পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের পর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, ও আম আদমি পার্টির প্রতিনিধিরা। সেই বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের তরফে ত্রুটিহীন ভোটার তালিকা প্রকাশ করার উপর প্রশ্ন তোলা হয়।

বিভিন্ন রাজনৈতিক দল ভোটার সংশোধন তালিকার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের উপর নজর দিতে বলেছেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর